Tuesday, October 14, 2014

মুমিন এবং মুশরিকদের অপ্রাপ্ত বয়স্ক শিশুরা মারা গেলে তাদের পরিণতি কী হবে ?


প্রশ্নঃ- মুমিনদের শিশু বাচ্চাদের পরিণাম কি ? মুশরিকদের যে সমস্ত শিশু প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে মৃত্যু বরণ করে, তাদের অবস্থা কি হবে ?

উত্তরঃ- মুমিনদের শিশু সন্তাগণ তাদের পিতাদের অনুসরণ করে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলেন,

وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ

অর্থঃ “যারা ঈমানদার এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য দায়ী হবে।” (সূরা তূরঃ ২১)

অমুসলিমদের নাবালক শিশুদের ক্ষেত্রে বিশুদ্ধ কথা হল, আমরা বলব আল্লাহই ভাল জানেন তারা কি আমল করত। দুনিয়াতে তারা তাদের পিতা - মাতাদের অন্তর্ভূক্ত হবে। আর আখেরাতে তাদের অবস্থা কি হবে আল্লাহই ভাল জানেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে এ কথাই বর্ণিত হয়েছে। ( বুখারী, অধ্যায়ঃ কিতাবুল জানায়েয।)

পরকালে তাদের কি হবে সেটা জানার ভিতরে আমাদের কোন লাভ নেই। দুনিয়াতে তাদের বিধান হল, তারা প্রাপ্ত বয়স্ক মুশরিকদের মতই হবে। মারা গেলে তাদেরকে গোসল দেয়া হবে না, কাফন পরানো হবে না, তাদের উপর জানাযার নামায পড়া হবে না এবং মুসলমানদের গোরস্থানে দাফন করা হবে না।

ফতোওয়া আরকানুল ইসলাম, ঈমান অধ্যায়।

No comments:

Post a Comment

হাদীস সংকলনের ইতিহাস ও হাদীসের কথা

হাদীস সংকলনের ইতিহাস  ও হাদীসের কথা আজ আপনাদের সামনে হাদিসের দুটি গুরুত্বপূর্ণ বই নিয়ে হাজির হয়েছি। একটি হল হাদীস সংকলনের ইতিহাস এবং অন্যটি ...