(প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী থেকে)
পাঁটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গনীমতের অমূল্য সম্পদ হিসেবে গ্রহণ কর :
পাঁটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গনীমতের অমূল্য সম্পদ হিসেবে গ্রহণ কর :
১) জীবনকে মৃত্যু আসার আগে।
২) সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে।
৩) অবসর সময়কে ব্যস্ততা আসার আগে।
৪) যৌবনকে বার্ধক্য আসার আগে এবং
৫) স্বচ্ছলাতাকে দারিদ্রতা আসার আগে।
মুসান্নাফ ইবন আবী শায়বা ৮ম খন্ড, ৮ম অধ্যায় ১২৭ পৃষ্ঠা। আল্লামা আলবানী রাহ, হাদীসটি সহীহ বলেছেন। দ্রঃ সহীহুল জামে, হাদীস নং ১০৭৭
No comments:
Post a Comment